• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

উত্তর-পূর্ব অঞ্চলের জন্য ৩০৮কোটি টাকা মূল্যের প্রকল্পগুলির উন্মোচন করেন কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন ও জলপথ এবং আয়ুশ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

গৌহাটিতে উত্তর-পূর্ব অঞ্চলের জন্য ৩০৮কোটি টাকা মূল্যের প্রকল্পগুলির উন্মোচন করেন কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন ও জলপথ এবং আয়ুশ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উপস্থিত ছিলেন আসামের পরিবহন, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল সুক্লাবৈদ্য; অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত; গুয়াহাটির সাংসদ (লোকসভা), রানী ওজা এবং ডিব্রুগড় থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী, রামেশ্বর তেলি। অপরদিকে সোনামুড়ায় ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা, পরিবহন, পর্যটন, এবং খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পান্ডুতে থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গুয়াহাটি পূর্বের বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচায়, গুয়াহাটি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (জিএমসি) মেয়র মৃগেন সারানিয়া গুয়াহাটি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (জিএমসি) ডেপুটি মেয়র, স্মিতা রায়, চেয়ারম্যান, আইডব্লিউএআই, বিজয় কুমার; আইডব্লিউএআই-এর ভাইস চেয়ারম্যান সুনীল কুমার সিং, বিশিষ্ট সমাজকর্মী তপন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ