• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

“ডেফকানেক্ট ২০২৪” এ আইডেক্স (এডিআইটিআই) স্কিমের অন্তর্গত এচিং ডেভলপমেন্ট অফ্ ইনোভেটিভ টেকনোলজিস এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লিতে “ডেফকানেক্ট ২০২৪” এ আইডেক্স (এডিআইটিআই) স্কিমের অন্তর্গত এচিং ডেভলপমেন্ট অফ্ ইনোভেটিভ টেকনোলজিস এর উদ্বোধন এবং প্রদর্শনীটি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । উপস্থিত ছিলেন প্রতিরক্ষা এবং পর্যটন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ​​ভাট, কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি।

ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ