• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শুরু হলো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ)

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ) এর উদ্বোধন উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান থিসুম জয়সুরিয়া, রয়্যাল থাই কনস্যুলেট-জেনারেল (কলকাতা) কুন সিরিপর্ন তান্তি দাপান্যাথেপ, মন্ত্রী(রাজনৈতিক)- বাংলাদেশের উপ-হাইকমিশন (কলকাতা) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, বিহার পর্যটনের পরিচালক বিনয় কুমার রাই ( আইএএস), জাপানের কনস্যুলেট জেনারেল (কলকাতা)- র ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ইয়ামাসাকি মাতসুতারো, কর্ণাটক রাজ্য পর্যটন উন্নয়ন কর্পোরেশন (কেএসটিডিসি) এর পরিচালক (পর্যটন বিভাগ) এবং ব্যবস্থাপনা পরিচালক ডঃ রাজেন্দ্র কেভি (আইএএস), পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, মালদ্বীপএর অনারারী কনসাল জেনারেল কলকাতা আর. কে. জয়সোয়াল, ইউ.এস. কমার্শিয়াল সার্ভিস, (ইউ.এস. ডিপার্টমেন্ট অফ কমার্স ) বাণিজ্যিক উপদেষ্টা অরিন্দম সরকার, ACT (সংরক্ষণ ও পর্যটন সমিতি) এর আহ্বায়ক রাজ বসু, TAAI(ইস্টার্ন ইন্ডিয়া চ্যাপ্টার) এর চেয়ারম্যান মানব সোনি, টিএএফআই (ইস্টার্ন ইন্ডিয়া চ্যাপ্টার) এর চেয়ারম্যান বিলোলক্ষা দাস, টিএএফআই কমিটির সদস্য অনিল পাঞ্জাবী, স্কাল ইন্টারন্যাশনাল কলকাতা এর সভাপতি আমিন আসগর, আইএটিও( স্টেট চ্যাপ্টার) এর চেয়ারম্যান দেবজিৎ দত্ত, ADTOI (পশ্চিমবঙ্গ চ্যাপ্টার) এর চেয়ারম্যান সন্দীপন ঘোষ, ইটিএএ (ইস্ট চ্যাপ্টার) এর চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি, টিআইএ এর সভাপতি জগদীপ ভগত, এবিটিও এর সাধারণ সম্পাদক কৌলেশ কুমার, ইএইচটিটিওএ এর সভাপতি সুরেশ ঠাকুরী,TAAB এর সভাপতি প্রসন্ত মাঝি, এইচএইচটিডিএন এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল,TAHAT এর সভাপতি সুপ্রতিম সিনহা,TOA এর সাধারণ সম্পাদক পূরবী আগরওয়াল,TOWA এর সভাপতি মদন আগরওয়াল,TAWA এর সভাপতি সুজিত গোস্বামী এবং ফেয়ারফেস্ট এর চেয়ারম্যান ও সিইও সঞ্জীব আগরওয়াল সহ বিভিন্ন রাজ্যর সিনিয়র পর্যটন কর্মকর্তা ও ভ্রমণ বাণিজ্য সমিতির প্রধান রা।

ছবি : মাধবী সেনগুপ্ত।
ছবি : মাধবী সেনগুপ্ত।
ছবি : মাধবী সেনগুপ্ত।
ছবি : মাধবী সেনগুপ্ত।
ছবি : মাধবী সেনগুপ্ত।
ছবি : মাধবী সেনগুপ্ত।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ