• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

রাজ্যবাসী মাতোয়ারা দেবী বন্দনায়

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর শুভলগ্নে ন্যাশানাল জিওগ্রাফির সকল বাঙালি দর্শকের জন্য সুখবর। হিন্দি, ইংরাজি ও তেলেগু ভাষার পাশাপাশি এবার বাংলা ভাষাতে চ্যানেলটি দেখা যাবে নভেম্বরের ৩ তারিখ থেকে। ডেলড অ্যাব্রোড, এয়ার ক্রাশ ইনভেস্টিগেশন, গ্রেট মাইগ্রেশনের মতো পুরস্কার পাওয়া অনুষ্ঠানগুলি ছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও বন্যজীবন প্রভৃতি বিষয়গুলি নিয়ে সকলের আগ্রহ মেটাতে সক্ষম হবে বলে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ