• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

উত্তরবঙ্গের বালুরঘাটের গর্ব কৌস্তভ – দারিদ্রতা কে জয় করে নিউক্লিয়ার সায়েন্টিস্ট

ফটো ক্যাপশন : মায়ের সাথে কৌস্তভ ঘোষ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কৌস্তভ ঘোষ আজ দেশের অন্যতম সেরা পরমাণু গবেষণাকেন্দ্রের বিজ্ঞানী (নিউক্লিয়ার সায়েন্টিস্ট) হওয়ার পথে।রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েছেন কৌস্তবের বাবা ও মা এবং ওই অঞ্চলের সবাই। ইতিমধ্যেই ভাবা পারমাণবিক গবেষণা সংস্থার (বার্ক) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন কৌস্তভ। তিনি দক্ষিণ ভারতের ইন্দিরা গান্ধি রিসার্চ সেন্টারে জুনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট পদে এক বছরের প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। সম্ভবত উত্তরবঙ্গ থেকে একমাত্র নিউক্লিয়ার সায়েন্টিস্টের সুযোগ পেয়েছে কৌস্তভ। তিনি নিউক্লিয়ার ফুয়েল সাইকেলের উপর কাজ করবেন। এক বছর এই প্রশিক্ষণের পরেই তাঁকে সায়েন্টিফিক অফিসার হিসেবে নিয়োগের প্রস্তাব দেবে বার্ক।
২০১৬ সালে বালুরঘাট হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন কৌস্তভ। ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল হওয়ার পর ডিগ্রি অর্জনের জন্য বিশ্বভারতীতে ভর্তি হন। এরপর ২০২১ সাল থেকে তিনি গুয়াহাটি আইআইটিতে পড়াশোনা শুরু করেন। সেখান থেকেই তিনি আজ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিয়োগের পরীক্ষায় বসেন।
ডঃ এপিজে আব্দুল কালামকে আইডল মেনে আজ সাফল্যের শিখরে পৌঁছোলেও শুরুটা মোটেও সহজ ছিল না কৌস্তভের। বাবা অসিত ঘোষ শিলিগুড়ির একটি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজ করেন দিন রাত জেগে। মা রুমু ঘোষ গৃহিণী এবং মাঠের কাজ সামলান। বাবার সামান্য আয়ের ওপর ভিত্তি করেই তাঁদের সংসার চলত। ছোট থেকে অভাবকে সঙ্গী করেই জীবন কেটেছে কৌস্তভের। মা রুমু ঘোষ বলেন, ‘অনেক পরিশ্রমের ফল পেয়েছে। যতটা পেরেছি ওর পাশে থাকার চেষ্টা করেছি। খুব কষ্টে চলতে হয়েছে আমাদের। আজ খুশি লাগছে।’ কৌস্তব বলেছে সে বড়ো হয়ে তার জীবনটা দেশের জন্য তৈরি করতে চায়। (সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত)

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ