• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

কর্মসংস্থান মুখী নীতি প্রনয়নের দেশের কর্মী সংগঠন ও কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা আছে : ভূপেন্দ্র যাদব

ইন্দোরে জি ২০ সামিট কর্মসূচির অন্তর্ভুক্ত দ্বি – দিবসীয় শ্রম ও কর্মংস্থান আলোচনা সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, পরিবেশ,বন ও আবহাওয়া মন্ত্রক। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামেশ্বর তেলি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ