• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

লাদাখর জাতীয় মহাসড়ক ৩০১-এর কার্গিল-জানস্কর ইন্টারমিডিয়েট লেন আপগ্রেড করা হচ্ছে

লাদাখের জাতীয় মহাসড়ক ৩০১-এর কার্গিল-জানস্কর ইন্টারমিডিয়েট লেন আপগ্রেড করা হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এক টুইট বার্তায় জানান এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ৩১.১৪ কিলোমিটার এবং প্যাকেজ -৬ এর অধীনে পড়ে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অভ্যন্তরীণ যাত্রী এবং পণ্য চলাচল উভয়ের জন্য একটি নির্ভরযোগ্য এবং অ্যাক্সেসযোগ্য লিঙ্ক প্রদান করে এলাকায় অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করা।

ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ