• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ-সভাপতি পদে নির্বাচিত হলো ভারতের প্রতিনিধি

ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সচিব ডঃ নীরজ মিত্তাল জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই বৈঠকে ডিজিটাল উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা জোটের অধীনে গঠিত আইটিইউ-এর ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ-সভাপতি হিসাবে ডঃ নীরজ মিত্তাল সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। ডিজিটাল ইনোভেশন বোর্ড এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা সহ আইটিইউ-এর ২৩টি সদস্য দেশের টেলিকম -আইসিটি-এর মন্ত্রী এবং ভাইস মিনিস্টারদের নিয়ে গঠিত।

ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।

 

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ