• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

শিলং-এর নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড হোমিওপ্যাথি (এনইআইএএইচ) এর ক্যাম্পাসে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিলং-এর মাওদিয়াংদিয়াং-এ নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড হোমিওপ্যাথি (এনইআইএএইচ) এর ক্যাম্পাসে গেস্ট হাউসের উদ্বোধন ও প্রশাসনিক ভবন, ফার্মেসি ভবন, ক্যাম্পাসের পেরিফেরি রোডের সীমানা প্রাচীরের সাথে প্রবেশ ও প্রস্থান গেট বিদ্যুতায়ন সহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় আয়ুশ এবং বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ