• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

আইআইআইটি দিল্লিতে অনুষ্ঠিত হলো “ডিজিটাল ইন্ডিয়া ফিউচারল্যাবস সামিট ২০২৪”

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং জলশক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের উপস্থিতিতে প্রযুক্তি স্থানান্তরিত নথি বিনিময় করা হলো। উপস্থিত ছিলেন সুনিতা ভার্মা, জিসি আর এণ্ড ডি ইন ই এণ্ড আইটি, ই. মাগেশ, ডিজি-সিডিএসি; কালাইসেলভান এ, ডিরেক্টর – সিডিএসি ত্রিবান্দ্রম, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পের সিটিও গণ। MeitY-এর InTranSE প্রোগ্রামের অধীনে CDAC তিরুবনন্তপুরম দ্বারা ডিজাইন করা এবং তৈরি করা তিনটি দেশীয় প্রযুক্তি – থার্মাল ক্যামেরা, CMOS ক্যামেরা এবং ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম ১২টি শিল্প সংস্থার কাছে হস্তান্তরিত স্থানান্তরিত করা হলো।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ