• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

কর্কট রোগের কারণ ও নিরাময়

কেরিয়ারের তালিকায় ঢুকে পড়ছে বিউটিশিয়ান কোর্স।

মহারাজ শনি, তিনি এখন কন্যায় গেছেন। মারণক্ষেত্রে আছেন। কর্কট রোগের প্রভাব মনুষ্য জীবনে বিশেষ ভাবে প্রবাহিত হওয়ার লক্ষণ দেখা দেয়।
ক্যানসার রোগ এখন প্রায় মহামারীর আকার নিয়েছে। দুরারোগ্য এই অসুখ সম্বন্ধে জানাচ্ছেন পণ্ডিত মুরারিমেহক্কান বেদান্তদি তীর্থশাস্ত্রী। ক্ষীণ বলবতী নারী, সানাড়ী প্রাণঘাতিকা কর্কটস্থা অর্থাৎ ক্ষীণ দুর্বল নারীতে এই প্রাণঘাতক কৰ্কট রোগ বাসা বাঁধে। ক্যানসারকে সংস্কৃতে কর্কট রোগ বলে। এই রোগের অধিপতি হলেন নীলকণ্ঠ শিব। এই রোগের প্রথম কারণ হল রক্তের সংক্রমণ। আয়ুর্বেদের নিদান বলছে রক্তশূন্যতা, রক্তচাপ রক্তস্বল্পতা এই রোগের কারণ। কবিরাজী মতে ইন্দ্রিয়ের বেশি ব্যবহার হলেই এই অসুখ দেখা দেয়। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে লিভার গ্রন্থি থেকে এই পীড়া শুরু হয় ও সারা শরীরে ছড়িয়ে পড়ে। রক্তে এর প্রথম কারণ। এই রোগে রোগীর পা ঝিমঝিম করে। মাথা দুর্বল হয়ে যায় ও রক্তের চলাচল শক্তি ক্রমশ হীন হয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় কিছু পরীক্ষা নিরীক্ষা করলে এই রোগ ধরা যেতে পারে। এই রোগে আক্রান্ত রোগীর লিভার, বক্ষস্থলের প্রধান শ্বাসনালী জরায়ু প্রভৃতির ক্রিয়া দুর্বল হয়ে পড়ে। পাকস্থলী লিভার, কিডনি, যৌনগ্রন্থি ইত্যাদি স্থানে এই রোগের প্রথম ইঙ্গিত পাওয়া যায়। কণ্ঠনালী খাদ্যনালী, ইন্দ্রিয়নালী অর্থাৎ বীর্য ধারণ কেন্দ্রে, মূত্রাশয়ে, গুহ্যে ভীষণভাবে এই রোগপ্রকটিত হতে পারে। রক্ত সঞ্চালন ও নিষ্কাশন ঠিকমত না হলে এই রোগ দেখা দেয়। শরীরের মধ্যে পিত্তস্থলি, অস্থির সংযোগ ও ইড়াক পিঙ্কলা ও সুসমা এই প্রধান তিন নাড়ীর সংযোগস্থলে এই রোগ বাসা বাধে। প্রসূতির সিজার অপারেশন সময়মতো না হলে বা সন্তান প্রসবের অতিপূর্বে এবং অতিপরে অস্ত্রচালনা করলে রোগীর কর্কট রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান, মদ্যপান এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়৷

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ