• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

আসামের বিশ্বনাথ ঘাট সেরা এবছরের সেরা গ্রাম পর্যটন স্পটের স্বীকৃতি পেলো

বিশ্বনাথ ঘাট আসামের একটি ঐতিহাসিক এবং অন্যতম পর্যটন আকর্ষণ। পৌরাণিক ইতিহাস অনুসারে স্থানটি গুপ্তকাশী নামেও পরিচিত। এটি ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে অবস্থিত, বিশ্বনাথ চারিয়ালী, জেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। এটি বর্তমানে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অংশ। আহোম রাজবংশের সময় বিশ্বনাথে বেশ কিছু দৌল মন্দির নির্মিত হয়েছিল।বিশ্বনাথে অবস্থিত ৩০টি মন্দির হল:-উমা, চক্রেশ্বর, হরিহর-কর্দমেশ্বর, বাসুদেব, নাঙ্গলেশ্বর, ভৈরবেশ্বর, বাঘেশ্বরী সিদ্ধেশ্বর, বিশ্বনাথ, চণ্ডী] কমলেশ্বর, শিবনাথ, মুক্তিনাথ, বানেশ্বর বা বরদোল ] ঘাগড়া, বর্দোল। (প্রতাপগড়), কালভৈরব, বীরভদ্র বা বড়লা শীল, জঙ্গশীল, পূর্বশঙ্কর, সূর্যমাধব, অন্নপূর্ণা, গণেশ, বৃষধ্বজ, কাশীনাথ, উদরেশ্বর, গৌরীবল্লভ, বিষ্ণ,দুর্গাশক্তি এবং মঙ্গল চন্ডিকা।
৩১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের থেকে মোট ৭৯১টি পর্যটন কেন্দ্রের তালিকা থেকে এই পর্যটন স্থলটি সেরা পর্যটন স্থলের স্বীকৃতি লাভ করে।

ছবি : বিশেষ প্রতিনিধি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ