• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

‘অ্যাম্যুনিশন কাম টর্পেডো কাম মিসাইল বার্জ, এলএসএএম ১৮’- ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো

নেভাল ডকইয়ার্ড, মুম্বাইতে মেসার্স সূর্যদীপ্ত প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, থানে দ্বারা নির্মিত ১১ x এসিটিসিএম বার্জ প্রকল্পের অংশ এমএসএমই শিপইয়ার্ড “অ্যাম্যুনিশন কাম টর্পেডো কাম মিসাইল বার্জ, এলএসএএম ১৮” সিএমডিই বিক্রম বোরা, এনডি(এমবিআই)/জিএম(টেক) এর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো।

ছবি : পিআইবি।
ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ