• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

আইআইটি খড়গপুরে আকাশবাণী কলকাতার ‘ইউথসভ’ অনুষ্ঠান

আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের আয়োজিত অনুষ্ঠান ‘ইউথসভ’।
ভারতের জি20 গোষ্ঠীর সভাপতিত্ব উদযাপন করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ইন্টার কলেজ/ইউনিভার্সিটি কুইজ, আইআই টির ছাত্র-ছাত্রীদের ইউথ কনক্লেভ এবং একটি সাংস্কৃতিক সন্ধ্যা।
জি20 নিয়ে অনুষ্ঠিত কুইজে প্রথম স্থান পায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, দ্বিতীয় স্থান অধিকার করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দল।

কুইজের পর আইআইটির ছাত্র-ছাত্রীদের কনক্লেভে ডিজিটাল কারেন্সি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে জি20তে ভারতের সভাপতিত্ব নিয়ে বক্তব্য রাখেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা ড: বীরেন্দ্র কুমার তিওয়ারী। পুরস্কার বিতরণ করেন সহ অধিকর্তা ড: অমিত পাত্র।
সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় যুববাণীর পারফরমেন্স বসুধৈব কুটুম্বকম দিয়ে, এরপর ছিল ভেনট্রিলোকুইস্ট পলাশ অধিকারীর পারফরম্যান্স‌। তিনি উপস্থিত দর্শকদের মাতিয়ে দেওয়ার পর সংগীত পরিবেশন করেন ইমন সেন (ক্যালকাটা ব্লুজ)। তারপর মঞ্চ নেন রাহুল দত্ত ও তাঁর ব্যান্ড।
গানে-গানে মুখরিত হয়ে ওঠে নেতাজি অডিটোরিয়াম। ভারতের জি20 সভাপতিত্ব চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত। এই নিয়ে আকাশবাণী কলকাতা নানান অনুষ্ঠানের আয়োজন করছে পশ্চিম বাংলায়।

আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের আয়োজিত অনুষ্ঠান ‘ইউথসভ’
ভারতের জি20 গোষ্ঠীর সভাপতিত্ব উদযাপন করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ইন্টার কলেজ/ইউনিভার্সিটি কুইজ, আইআই টির ছাত্র-ছাত্রীদের ইউথ কনক্লেভ এবং একটি সাংস্কৃতিক সন্ধ্যা।
জি20 নিয়ে অনুষ্ঠিত কুইজে প্রথম স্থান পায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, দ্বিতীয় স্থান অধিকার করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দল।
কুইজের পর আইআইটির ছাত্র-ছাত্রীদের কনক্লেভে ডিজিটাল কারেন্সি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে জি20তে ভারতের সভাপতিত্ব নিয়ে বক্তব্য রাখেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা ড: বীরেন্দ্র কুমার তিওয়ারী। পুরস্কার বিতরণ করেন সহ অধিকর্তা ড: অমিত পাত্র।
সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় যুববাণীর পারফরমেন্স বসুধৈব কুটুম্বকম দিয়ে, এরপর ছিল ভেনট্রিলোকুইস্ট পলাশ অধিকারীর পারফরম্যান্স‌। তিনি উপস্থিত দর্শকদের মাতিয়ে দেওয়ার পর সংগীত পরিবেশন করেন ইমন সেন (ক্যালকাটা ব্লুজ)। তারপর মঞ্চ নেন রাহুল দত্ত ও তাঁর ব্যান্ড।
গানে-গানে মুখরিত হয়ে ওঠে নেতাজি অডিটোরিয়াম। ভারতের জি20 সভাপতিত্ব চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত। এই নিয়ে আকাশবাণী কলকাতা নানান অনুষ্ঠানের আয়োজন করছে পশ্চিম বাংলায়। বিশেষ প্রতিবেদক।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ