• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

গুজরাটে আয়োজিত প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট ২০২৩-এর আচিইভমেন্টস এর বিস্তারিত রিপোর্ট “গুজরাট ঘোষণা পত্র” মোড়কে প্রকাশিত হলো।

হেডিং: গুজরাটে আয়োজিত প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট ২০২৩-এর আচিইভমেন্টস এর বিস্তারিত রিপোর্ট “গুজরাট ঘোষণা পত্র” মোড়কে প্রকাশিত হলো। ঘোষণা পত্রে দেশীয় প্রযুক্তিগত জ্ঞান, বায়ো-ডাইভার্সিটি এবং ট্র্যাডিশনাল, কমপ্লিমেন্টারি ও ইনট্রিগ্যেটিভ মেডিসিন এর প্রতি নির্ভরতা বিশ্বব্যাপী সুনিশ্চিত করেছে। যদিও হু মনে করে যে এই জাতীয় চিকিৎসা দেশীয় বিকল্প পদ্ধতিগুলিকে আরো বেশি করে বিজ্ঞান নির্ভর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার গুণমান ও প্রয়োগ শৈলীর প্রতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ