• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

ডা. জানার জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশ

কলেজ স্ট্রীট এর পারুল প্রকাশনী ও বিগ বুকস কক্ষে দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রাণ পুরুষ ডা স্মরজিত জানার জীবন ও কর্ম নিয়ে লেখা হৃদকমল করেছো আলোকিত বইটির মোড়ক উন্মোচিত হলো বিশিষ্ট সমাজসেবী,অধ্যাপক, প্রধান শিক্ষক,শিক্ষানুরাগী র উপস্থিতিতে।বইটির লেখক ড:সুধাংশু চক্রবর্তী মোড়ক উন্মোচনের জন্য বই গুলি তুলে দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক,প্রাবন্ধিক, সমাজসেবী,বেথুন উইমেন্স কলেজের প্রাক্তনী ড:মীনাক্ষী সিংহ ও দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রাক্তন কো অর্ডিনেটর ও প্রাক্তন প্রধান শিক্ষক বংশী বদন চট্টোপাধ্যায় এর হাতে।
আগামীকাল ২১ শে জুলাই ডা: জানার শুভ জন্মদিন। ডা জানার জন্ম১৯৫২! তিনি ছিলেন জন বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের কর্মী,খ্যাতিমান চিকিৎসক,মহামারিবিদ, জন সাস্থ্যের অধ্যাপক,গবেষক,ভারতের রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি ও যৌণ কর্মী সংগঠনের প্রাণপুরুষ।সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর তিনি একজন আপনজন।
আজকের অনুষ্ঠানে ডা জানার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ড সুধাংশু চক্রবর্তী, ড: মীনাক্ষী সিংহ এবং বংশী বদন চট্টোপাধ্যায়। পারুল প্রকাশনী র সমস্ত কর্মী বৃন্দ এই আলোচনা সভায় উপস্থিত থেকে আয়োজন সাফল্য মন্ডিত করেন।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ