• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

গাছ -প্রেমী শ্যামল

শ্যামল কুমার বেরা দক্ষিণ বঙ্গ বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার খড় গপুর ব্লক ২ এর জকপুরের মনসা মন্দিরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সঙ্গে গভীর ভাবে যুক্ত, এ কথা সবাই জানেন । কিন্তু তিনি যে বৃক্ষরোপন করেন, একথা অনেকে জানতেন না l শ্যামল বাবু রেলওয়েতে সার্ভিস করেন এবং নিজ খরচে আড়াই দশক যাবত স্কুল, কলেজ শ্মশান, রেল স্টেশন,মন্দির, ক্যানালে বাঁধের পাশে ইত্যাদি স্থানে তিনি এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বৃক্ষ রোপন করে ফেলেছেন । বট, অশ্বত্থ, বকুল আম,জাম কাঁঠাল ইত্যাদি বৃক্ষরোপন করেন । তবে তিনি বট এবং অশ্বথ গাছ রোপন করতে বেশি পছন্দ করেন । অনেক দিন আগের কথা, শ্যামল তখন ক্লাস সিক্স -সেভেনে এর ছাত্র । একদিন তাঁর মা সরস্বতী দেবী, কোন এক বর্ষাকালে একটি বট এবং একটি অশ্বথ চারাগাছ মনসা মন্দির নিয়ে গিয়ে, বালক শ্যামলকে দিয়ে রোপন করিয়েছিলেন । সেই থেকে পথচলা শুরু । গাড়ি কল কারখানা প্রচুর পরিমানে বেড়ে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশে হু হু করে দূষণ বাড়ছে । তাপ দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে গড়ে তোলার জন্য বর্তমানে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরী । তিনি কেবল নিজে বৃক্ষরোপন করেন তা নয়, চারা গাছ দান করে অন্যান্য মানুষকেও বৃক্ষরোপনে উৎসাহিত করে থাকেন । বর্তমানে তিনি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বিভিন্ন স্থ।নে বৃক্ষরোপন করলেও ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, এমনকি সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে বিক্ষোভনের পরিকল্পনা আছে। তাঁর হাতে রোপন করা হাজার হাজার চারাগাছ বর্তমানে বৃক্ষ হয়ে অক্সিজেন দিচ্ছে,পাখিরা বাসা করছে, লক্ষ লক্ষ মানুষ গাছের ছাওয়ায় বসে উপকৃত হচ্ছেন, দূষণ কমছে, পরিবেশ শীতল হচ্ছে । এ বছরও তাঁর প্রায় এক হাজার বৃক্ষরোপণের কাজ চলছে l পরিবেশ রক্ষায় এই মহৎ সামাজিক কাজ করার জন্য শ্যামল বাবুকে সাধুবাদ জানাই ।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ