• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

সিএসআইআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চএর পর্যবেক্ষণ কমিটির বৈঠক

সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চএর পর্যবেক্ষণ কমিটির বৈঠক উপস্থিত ছিলেন ডাঃ এন কালাইসেলভি, ডিরেক্টর জেনারেল, সিএসআইআর এবং সেক্রেটারি ডিএসআইআর; অধ্যাপক রঞ্জনা আগরওয়াল ডিরেক্টর, CSIR-NIScPR,; ডাঃ এ. রঘু ডেপুটি ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসেস, আয়ুষ মন্ত্রক; ডাঃ শুভাশিস চৌধুরী, পরিচালক, আইআইটি বোম্বে; ডাঃ অনিতা আগরওয়াল, প্রধান বীজ এবং রাজ্য এসএন্ডটি প্রোগ্রাম, ডিএসটি; ডাঃ অনিল কুমার ADG, সমন্বয় ICAR সহ বিশিষ্ট বিশেষজ্ঞরা।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ