• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

দোল-যাত্রা-হোলি উৎসবের মরসুমে রেল যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করার জন্য ভারতীয় রেল অতিরিক্ত ৫৪০টি ট্রেন পরিষেবা দেবে

দিল্লি-পাটনা, দিল্লি-ভাগলপুর, দিল্লি-মুজাফফরপুর, দিল্লি-সাহরসা, গোরখপুর-মুম্বই, কলকাতা-পুরি, গুয়াহাটি-রাঁচি, নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী – কাটরা, জয়পুর-বান্দ্রা টার্মিনাস, পুনে- দানাপুর, দুর্গ-পাটনা, বারাউনি-সুরাত মতো রেলপথে দোল-যাত্রা-হোলি উৎসবের মরসুমে রেল যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করার জন্য ভারতীয় রেল অতিরিক্ত ৫৪০টি ট্রেন পরিষেবা দেবে।

ছবি : বিশেষ প্রতিনিধি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ