• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

সাইবার ক্রাইম নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী শিবির

‘আইটি সিকিউরিটি ফর দ্য নেক্সট জেনারেশন’ নাম দিয়ে বার্ষিক শিক্ষার্থী সম্মেলনের আয়োজন করেছে ক্যাসপারস্কি। আগামী ২৫ সেরা তিনটি গবেষণাপত্র নির্বাচিত হবে। এভাবেই বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত গবেষণাপত্রকে পুরস্কৃত করা হবে।

ফেব্রুয়ারি চার দিনের এ সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি অফ টেকনোলজি এমএআর এ-তে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নিতে পারবেন। এ জন্য ৩০ অক্টোবরের মধ্যে www.kaspersky.com / events ঠিকানায় ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং এই দিনের মধ্যে গবেষণাপত্রও জমা দিতে হবে। সম্মেলনের পরিকল্পনা অনুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সমন্বয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মোট ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এই ছয়টি অঞ্চলের মধ্যে প্রতিটি অঞ্চলের

প্রতিটি দেশ থেকে সর্বোত্তম তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশ থেকেও তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এরপর একেকটি অঞ্চল থেকে সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া প্যাসিফিক অ্যান্ড এমইএ কাপ ২০১০ অনুষ্ঠিত হবে। সেখানের সেরা গবেষণাপত্র আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠেয় ক্যাসপারস্কি ল্যাব ইন্টাশ্যানশনাল কাপ ২০১১-তে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। সম্মেলনে বিজয়ী সেরা তিনটি গবেষণাপত্রের উপস্থাপনাকারীদের পুরস্কৃত করা হবে। ক্যাসপারস্কি ল্যাবের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি ও বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্রোগ্রাম কমিটি জমা পড়া গবেষণাপত্রগুলো মূল্যায়ণ করবে। বিস্তারিত studconf@kaspersky- asia.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানা যাবে।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ