• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক উন্নয়নমুখী প্রকল্পের পরিষেবার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

নবান্ন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একাধিক জনমুখী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ রানাগ্রামের দ্বারকা নদীর উপর নবনির্মিত দুই লেনের সেতু, যা কান্দি মহকুমার সাথে বহরমপুর শহরকে সংযুক্ত করবে। এছাড়া বাঁকুড়ার সোনামুখীতে একটি নতুন। ফায়ার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। রাজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার জন্য বালুরঘাটে পিপিপি মডেলের অধীনে ১০তলা মেডিকা ক্যান্সার হাসপাতাল,১.৫ টেসলা এমআরআই সেন্টার, যার আনুমানিক বাজেট ১০.৪কোটি টাকা। ইসলামপুরে প্রায় ৩.৪২ কোটি টাকা ব্যয়ে একটি সিটি স্ক্যান মেশিন ও সাথে একটি ১.৫ টেসলা এমআরআই সেন্টারেরও উদ্বোধন করেন।
এছাড়াও প্রায় ৫১কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টার্সিয়ারি ক্যান্সার সেন্টারের জন্য ১২০ শয্যার জি প্লাস ২ ভবনের উদ্বোধন করেন। এগারোটি হাসপাতালে ২৪ শয্যার হাইব্রীড সিসিইউ ব্যবস্থা করা হয়েছে, যার জন্যে ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় ১২.১২ কোটি টাকা।

অতিরিক্তভাবে, ২.৭৫ কোটি টাকার আনুমানিক বাজেটের সাথে তিনটি হাসপাতালে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট স্থাপন করা হয়েছে, সিউড়ি এবং কৃষ্ণনগর জেলা হাসপাতালে প্রায় ২.৫ কোটি টাকার বাজেটে জেলা সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। প্রায় ৪১.৮৩ কোটি টাকা বাজেট বরাদ্দে সাঁইথিয়া, বীরভূমের ১ বিপিএইচসি এবং মঙ্গলকোট, পূর্ব বর্ধমানের ১ আর-এরএইচ আপগ্রেডেড সংস্করণগুলিও শুরু করা হয়েছে৷ অধিকন্তু, ৫৬টি হাসপাতালে ২০শয্যার অতিরিক্ত ওয়ার্ড যুক্ত করা হয়েছে, যার আনুমানিক বাজেট ৫০কোটি টাকা। আয়ুষ ওপিডিগুলি বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে, যার আনুমানিক বাজেট ০.৬৭কোটি টাকা।
উদ্বোধনী প্রকল্পের পাশাপাশি বিভিন্ন আসন্ন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ইন্টিগ্রেটেড ক্লিনিকাল বিল্ডিংয়ের সংস্কার, আনুমানিক ৯ কোটি টাকার বাজেট, পশ্চিম বর্ধমানের আকালপুরে একটি আরবান কমিউনিটি হেলথ সেন্টার নির্মাণ, প্রায় ৫কোটি টাকার বাজেট, একটি বিশেষ সংস্কার। জেলা হাসপাতাল, দার্জিলিং, আনুমানিক ১.৮৮ কোটি টাকা বাজেটের সাথে এবং বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে ১.৬১কোটি টাকার বাজেটে একটি রাতের আশ্রয়কেন্দ্র নির্মাণ। বিশেষ সংবাদদাতা।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ