• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস

প্রতিবেদন : রতন কুরী: এই বছরের ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সচিব স্বামী সুবীরানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার, রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ, ডি.টি.ডি.সি.’র চেয়ারম্যান তথা ক্লাবের সহ সভাপতি শ্রী শুভাশিস চক্রবর্তী, এ.আই.এফ.এফ. এর সভাপতি শ্রী কল্যাণ চৌবে, এ.আই.এফ.এফ. এর সচিব শ্রী সাজি প্রভাকরণ, আই.এফ.এ. সভাপতি শ্রী অজিত ব্যানার্জি, আই.এফ.এ. সচিব শ্রী অনির্বান দত্ত, সি.এ.বি. সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, চেয়ারম্যান অভিষেক ডালমিয়া, স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু, শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব, সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক সহ আরো অনেক বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন ক্লাব সহ সভাপতি ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত, সহ সচিব শ্রী রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, কার্যকরী কমিটির সদস্য শ্রী দেবব্রত সরকার, সঞ্জীব আচার্য ও কার্যকরী কমিটির সকল সদস্য/সদস্যা গণ। উপস্থিত ছিলেন ক্লাবের বহু প্রাক্তন খেলোয়াড়ে ও ক্লাবের অগণিত সদস্য-সমর্থক। এছাড়া উপস্থিত ছিলেন ইমামি গ্ৰুপের দেবব্রত চক্রবর্তী ও বিভাস আগরওয়াল।

এই বছর ক্লাবের তরফ থেকে যাদেরকে সম্মানিত করা হলো তারা হলেন –

ভারত গৌরব সম্মানে সম্মানিত টাটা সন্স এর প্রাক্তন চেয়ারম্যান শ্রী রতন টাটা। শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেন নি।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ প্রাক্তন গোলরক্ষক শ্রী তরুণ বোস।

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ প্রাক্তন ক্রিকেটার শ্রী অরূপ ভট্টাচার্য।

অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত শ্রী প্রদীপ রায়।

পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত শ্রী অরুন সেনগুপ্ত।

প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত শ্রী অরুনাভ দাস।

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত জনাব মেহবুব হোসেন।

বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত ক্লেইটন সিলভা।

জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত ফুটবলার মহেশ সিং নাওরেম।

গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত অঙ্কুর পাল।

সম্মানিত করা হয় ইস্টবেঙ্গল এফ.সি’র সিনিয়র ও রিজার্ভ টিমের সকল খেলোয়াড়, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও সদস্যগণকে।

স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত শ্রী সাগ্নিক ব্যানার্জি ও শ্রী প্রদীপ দাস।

ক্লাবের ২০২২-২৩ এর আলমানাক এর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে আগত এ.আই.এফ.এফ এর টিমের হাতে ধরেI

‘আত্মজন স্মৃতি’ সম্মান দেওয়া হয় প্রাক্তন ফুটবলার প্রয়াত মোনেম মুন্নাকে। প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম ও পুত্র আজমান সালিদ এই সম্মাননা গ্রহণ করেন।

‘আত্মজন প্রীতি’ সম্মান দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশের শেখ মহম্মদ আসলাম, রুমি রিজভী করিম ও মহম্মদ গোলাম ঘাউসকে। এছাড়াও ‘আত্মজন প্রীতি’ সম্মান দেওয়া হয় বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ ও বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদকে।

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানায় মোহনবাগান ও মহামেডান ক্লাবের প্রতিনিধিগণI

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য I

অনুষ্ঠানের শেষ লগ্নে বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ এবং তাঁর গ্ৰুপ সংগীত পরিবেশন করেন।

ছবি : বিশেষ প্রতিনিধি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ