• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানস এর ৩৫তম সমাবর্তন এবং অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস ইন ইন্ডিয়া (APICON 2024)-এর ৭৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো

ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানস এর ৩৫তম সমাবর্তন এবং অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস ইন ইন্ডিয়া (APICON 2024)-এর ৭৯তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বক্তব্য রাখেন। এই উপলক্ষে মেডিসিন শিক্ষা এবং গবেষণার প্রতি ডাঃ জিতেন্দ্র সিং-এর অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ান-এর সম্মানসূচক ফেলোশিপও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মিলিন্দ নাদকার প্রেসিডেন্ট API, এবং ড. আর. কে. সিং, ডিন, ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানস (ICP)।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ