• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

নয়াদিল্লীতে শুরু হলো ২য় সিআইআই – ইন্ডিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সাসটেইনেবিলিটি কনক্লেভ

নয়াদিল্লীতে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সহায়তায়, সিআইআই আয়োজিত ২য় সিআইআই – ইন্ডিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সাসটেইনেবিলিটি কনক্লেভের “গ্রিন ফাইন্যান্সিং: আর্কিটেকচার ফর অ্যাকসেসিবল ফাইন্যান্স” শীর্ষক সেমিনারে রিটেল সাবসিডিয়ারি স্থাপন এবং রুফটপ সোলার ফাইন্যান্সিং উন্নত করার পরিকল্পনার ঘোষণা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড (আইআরইডিএ) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি), প্রদীপ কুমার দাস।

ছবি : পিআইবি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ