• কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ আয়ের থেকে বিগত তিন বছরে ৪৬৬ কোটি টাকা খরচ করছে সেবা ভোজ স্কীম চালাতে।
  • কালচারাল ট্যালেন্ট সার্চ স্কীম বিগত পাঁচ বছরে ২৭৮৮জন কে স্কলারশিপ প্রদান করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক।
  • জানুয়ারি ২০২৩ থেকে  এপ্রিল ২০২৩ সময়কালে ভারতে বিদেশী পর্যটক প্রায় ৭৯শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই একসময় ২০১৯ সালের তুলনায়।

ভারতে ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মান নিয়ে শিল্পমহল উদ্বিগ্ন – 1

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বহুজাতিক কোম্পানিগুলোর কর্ণধাররা উপযুক্ত পরিচালন কর্মী না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন। সম্প্রতি কলকাতায় সিআইআই-এর উদ্যোগে ‘গ্লোবালাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন, এক্সপেনশন, এক্সিলেন্স অ্যান্ড ইনক্লিউশন’ বিষয়ক এক আলোচনাচক্রে অনুষ্ঠিত হয়, ওই আলোচনাচক্রে যোগ দিয়ে ছিলেন সিআইআই-এর পূর্বাঞ্চলীয় জোনের চেয়ারম্যান ক্রুশ এন প্লান্ট, সিআইআই-এর পূর্বাঞ্চলীয় জোনের পূর্বতন চেয়ারম্যান আলোক মুখার্জি খড়গপুর আইআইটি-র অধিকর্তা দামোদর আচারিয়া, আইআইএমের কলকাতা সংস্থার অধিকর্তা শেখর চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সতীশচন্দ্র তিওয়ারী, স্পেনশার্স রিটেল লিমিটেডের সহ অধিকর্তা লাহাররঞ্জন ঘোষ এবং আল্ট্রাটেক সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার চৈতালি মুখার্জি। এদের বক্তব্যে উঠে আসে, আমাদের দেশে যে ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সংস্থাগুলি রয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত পরিকাঠামো এবং প্রশিক্ষকের অভাব রয়েছে। দেশি এবং বিদেশি কোম্পানিগুলো যে ধরনের ম্যানেজমেন্ট কর্মী চাইছে তাও পাওয়া যাচ্ছে না। ছাত্রছাত্রীরা ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ করে ম্যানেজমেন্ট পড়লেও উচ্চ বেতনের চাকুরি থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ এই কোর্সগুলি আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুসারে নির্ধারণ করা হয়নি।

Related Posts

আমরা এখন Trial-Run করছি!

শীঘ্রই আমরা Re-Launched করব আমাদের অনলাইন পোর্টাল!

আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ